শুক্রবার আগরতলার সড়ক পরিবহন নিগম কার্যালয়ে নবনিযুক্ত ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব ও ভাইস চেয়ারম্যান সমর রায়কে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগম এর প্রাক্তন চেয়ারম্যান তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরার সড়ক পরিবহন নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের প্রাক্তন চেয়ারম্যান তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের পরিবহন ব্যবস্থা যে উদ্দেশ্যে করা হয়েছিল বিগত ২৫ বছরের বাম জামানায় তা ধ্বংসের পথে, আমাদের রাজ্যে ২০১৮ তে বিপ্লব দেবের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত ব্যবস্থা সঙ্গে পরিবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এটার আমুল পরিবর্তন হয়েছে, টি আর টি সি এর মধ্যে একটা বিশেষ জায়গা বলে জানান তিনি।



