স্বাধীনতা সংগ্রামী মনীষীদের মূর্তি পরিষ্কারের পাশাপাশি তাদের শ্রদ্ধা জানানোর কর্মসূচি রাজ্যেও চলছে। শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। রাজ্যেও চলছে ব্যাপক কর্মসূচি। এর মধ্যে রয়েছে তেরঙ্গা যাত্রা, হর ঘর তিরঙ্গা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের মূর্তি পরিষ্কারের পাশাপাশি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। রাজ্যেও ইতিমধ্যে কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে এ ধরনের কর্মসূচিতে অংশ নেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ২০১৮ সাল থেকে ত্রিপুরাতে যুবক যুবতীদের জন্য যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে এই কর্মসূচি যুবকদের কাছে নতুন দিশা দেখাবে বলে আশা ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব।



