হস্ততাঁত শিল্প এক ঐতিহ্যবাহী শিল্প । এই শিল্প ইতিহাসের এক বহমান ধারা । একটি জাতির সংস্কৃতিকে এই শিল্প যুগ যুগ ধরে বহন করে চলছে । আজ আগরতলার পূর্বাশা আরবান হাট প্রাঙ্গণে জাতীয় হস্ততাঁত শিল্প দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজিত হস্ততাঁত শিল্পমেলার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন । তিনি বলেন , সারা দেশের মতো আমাদের রাজ্যেও দক্ষ হস্ততাঁত শিল্পী রয়েছেন । যারা এ রাজ্যের জনজাতি ও বাঙালি উভয় অংশের মানুষের বস্ত্র তৈরিতে দক্ষ । কিন্তু এতদিন এই শিল্প ও শিল্পীদের বিশেষ পরিচর্যা করা হয়নি । তাই এই শিল্প অনেকটাই বাজারহীন হয়ে পড়েছিল । বর্তমান সরকার এই শিল্পকে জাগিয়ে তোলার প্রচেষ্টা নিয়েছে । অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন , হস্ততাঁত শিল্প ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের একটি বিশেষ ক্ষেত্র । সমাজের অর্ধেক অংশ মা বোনেদের এই শিল্পকর্মে বেশি করে আগ্রহী করে তুলতে হবে । এই কাজের শিল্পীদেরও বিশেষ মর্যাদা দিতে হবে । কারণ এই শিল্পীরাই ত্রিপুরাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে । জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে নাবার্ড এখানে যে হস্ততাঁত শিল্প মেলার আয়োজন করেছে এজন্য উপমুখ্যমন্ত্রী নাবার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন , ত্রিপুরায় এই শিল্পের বিকাশের বিশেষ সম্ভাবনা রয়েছে । নাবার্ড এ রাজ্যের গ্রাম ও গ্রামীণ মানুষের উন্নয়নে অনেক কাজ করছে । ভবিষ্যতে আরও কাজ করবে । তিনি নাবার্ডকে এ রাজ্যের হস্ততাঁত শিল্পীদের পাশে থেকে তাদের স্বরোজগারী করে গড়ে তোলার আহ্বান জানান । উপমুখ্যমন্ত্রী বলেন , এজন্য সরকার প্রয়োজনীয় সবরকম সহায়তা করবে । নাবার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর ভজনচন্দ্র রায় , স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির কনভেনার আনন্দ কুমার , ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং ত্রিপুরা হস্ততাঁত ও কারুশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস ও সহকারি জেনারেল ম্যানেজার রীতা চৌধুরী । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নাবার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিল পুরোহিত । অনুষ্ঠানে নাবার্ডের পক্ষ থেকে ছটমনি বাদল , পান্থবী ও রাধারাণী এই তিনটি স্বসহায়ক দলকে হস্ততাঁত শিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় । অন্যদিকে , সীমা দেবনাথ , শিপ্রা দেবনাথ ও শিবানী দেবনাথকে এই শিল্পে বিশেষ দক্ষ কর্মী হিসেবেও পুরস্কৃত করা হয় । উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা শিল্পীদের হাতে এই পুরস্কার ও শংসাপত্র তুলে দেন ।



