আজাদীকা অমৃত মহোৎসবে অঙ্গ হিসেবে সারা দেশব্যাপী হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি পরিষ্কার করে মাল্য অর্পণ করার যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করার উদ্দেশ্যে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজধানীর সার্কিট হাউজস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন এবং এদিন তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যবাসীর প্রতি বার্তা দেন যে এই কর্মসূচি মধ্য দিয়ে প্রত্যেক ভারতবাসীর মনে যে রাষ্ট্র ভক্ত, রাষ্ট্রের প্রতি তাদের যে ভালোবাসা, সেটাকে অক্ষুন্ন রাখতে এই কর্মসূচি যেন সবাই পালন করেন তার আহ্বান রাখেন।



