TRLM & TULM এর যৌথ উদ্যোগে মহাকরনে হার ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রয়ের স্টল দেওয়া হয়। এদিন এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে দেশের প্রধানমন্ত্রী নির্দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে TRLM & TULM এর যৌথ উদ্যোগে মহাকরনের সামনে এই বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাছাড়া এদিন তিনি আরো বলেন যে ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল কিন্তু তখন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না এবছর ৭৫ তম স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী এই স্বাধীনতা দিবসকে স্মরণ করে রাখতে এবং এই ঐতিহাসিক দিনে শহীদ হওয়া বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ায় দেশের প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা জানান মন্ত্রী মনোজ কান্তি দেব।



