Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যঅতিসত্বর দাবি পূরণ না হলে ধর্নায় বসার হুমকি দিলেন এ এন এম...

অতিসত্বর দাবি পূরণ না হলে ধর্নায় বসার হুমকি দিলেন এ এন এম এবং এম পি ডাব্লিউ বেকাররা

রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং এ এন এম/এম পি ডব্লিউ বেকারদের পক্ষ্য থেকে গুর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তা অফিসের সামনে চাকুরির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। এদিনের কর্মসূচিতে রাজ্যের প্রায় ১০০০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং
এ এন এম/এম পি ডব্লিউ বেকাররা গুর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তা অফিসে ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে তারা বলেন বিগত সারে চার বছর ধরে তারা নিয়োগ এর জন্য রাজ্যসরকারের কাছে বার বার ডেপুটেশন প্রদান করেছেন কিন্তু রাজ্য সরকার তাদের দাবিকে মানছে না তাতে করে তাদের চাকুরির বয়সের সিমা পার হয়ে যাচ্ছে। তাই তারা চাইছে রাজ্য সরকার জাতে তাদের দাবিগুলো মেনে নেয়, তা না হলে তারা ধরনায় বসবেন বলেও জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য