বুধবার ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় রাজধানী আগরতলা প্রেস ক্লাবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১ শিক্ষক জানান আর টি আই এর মাধ্যমে জানতে পারা গিয়েছে যে সুপ্রিম কোর্ট চাকুরীচ্যুত মামলা নিয়ে যে রায় প্রদান করেছে তাতে স্পষ্ট যে ১০ হাজার ৩২৩ শিক্ষক শিক্ষিকারা চাকুরী থেকে বহিষ্কৃত নয় তবুও দপ্তর তাদেরকে বহিষ্কৃত করে রেখেছে সুতরাং বিষয়টা যেহেতু প্রমাণিত হয়েছে তাই বর্তমানে রাজ্যের যে সকল বিদ্যালয়গুলোতে শিক্ষক-স্বল্পতা রয়েছে তা পূরণ করার উদ্দেশ্যে আগামী ১২ তারিখ থেকে বিদ্যালয়গুলোতে জয়েন করবে বলে জানিয়েছেন। কেননা ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে চিন্তিত রয়েছে, তাই সেদিকে লক্ষ্য রেখেই সমাজের সকল স্তরের শিক্ষিত অভিভাবকদের বুদ্ধিজীবীদের ১০,৩৩ শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানো আহ্বান রাখেন তিনি।



