মঙ্গলবার আগরতলার রাজবাড়ির সামনে অল ইন্ডিয়া ডিএসও এর পক্ষ থেকে ছাত্র অঙ্গীকার দিবস পালন করা হয়। জাতীয় শিক্ষানীতি২০২০ অবিলম্বে প্রত্যাহার করা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা সহ ৭ দফা দাবিতে ছাএ বিক্ষোভ এর আয়োজন করা হয়। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া ডিএসও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার বলেন ৯ ই আগস্ট ভারতবর্ষের এক ইতিহাসিক দিন ১৯৪২ সালে এই ৯ ই আগস্ট ভারতবর্ষের সাধারণ মানুষ ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতরণ করার জন্য এক ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলনে ডাক দিয়েছিল এই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে অল ইন্ডিয়া ডিএসও সারা দেশ ব্যাপী নয় থেকে ১৫ আগস্ট এক সপ্তাহ ব্যাপী ছাত্র অঙ্গীকার দিবসের আহ্বান করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আগরতলার রাজবাড়ির সামনে কর্মসূচি পালন করা হয়



