Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যশাসক বিজেপিকে পদচ্যুত করতে একমাত্র কংগ্রেসই পারবে-- বাপ্টু চক্রবর্তী

শাসক বিজেপিকে পদচ্যুত করতে একমাত্র কংগ্রেসই পারবে– বাপ্টু চক্রবর্তী

প্রদেশ তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। তৃণমূলের সংসার ত্যাগ করছেন প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্ত্তী।তিনি যোগ দিচ্ছেন কংগ্রেসে।রবিবারেই নিজ ঘরে ফিরছেন বাপটু। যুব নেতা বাপটু’র ঘরে ফেরা নিয়ে উত্তেজিত প্রদেশ কংগ্রস শিবির। পোস্ট অফিস চৌমুহনী বাপটুকে বরণ করেছেন এ আই সি সি সাধারন সম্পাদিকা জরিতা লাইফাং ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস দলে যোগদান করে তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন কংগ্রেস দল তিনিপ্রথম থেকে করে এসেছেন এবং এই দলের মধ্যে দিয়েই তিনি রাজনৈতিক পরিচয় পেয়েছেন গত ২০২১সালে তৃনমুল কংগ্রেস এ যেগদান করার পর ১১ মাসের মাথায় কংগ্রেস দলে যোগদান করেছেন এবং রাজ্য রাজনৈতিতে বিজেপি দল কে গদি চুত্য করাতে হলে একমার কংগ্রেস দলই পারবে তাই কংগ্রেস দলে যোগদান করে তিনি বিজেপি সরকারকে উৎখাত করাতে চান বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য