হর ঘর তিরঙ্গা এই কর্মসূচিকে সামনে রেখে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তিরঙ্গা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমকে জানান হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে জাতীয় পতাকা যথার্থ পরিমানে উপস্থিতি রাখার দায়িত্ব তথ্য সংস্কৃতি দপ্তরকে প্রদান করা হয়েছে এবং সর্বমোট ৫ লাখ ২৭ জাতীয় পতাকা উপস্থিতি রয়েছে। তাছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় মূলত ৩,৩৭২টি জায়গায় এই জাতীয় পতাকা পৌঁছানো হবে এবং এর ধার্য মূল্য রয়েছে তিন প্রকার যথাক্রমে ৯ টাকা কোটি টাকা এবং ২৫ টাকা, পাশাপাশি এই জাতীয় পতাকা ভারত সরকারের বিভিন্ন এজেন্সির মারফত এসেছে, পূর্বাসা থেকে কিছু এসেছে, এবং এস এইচ জি গ্রুপ প্রোডাকশন করেছে সেখান থেকেও কিছু এসেছে বলে জানান।



