Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যচর্ম শিল্পীদের হাতে তুলে দেওয়া হল ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত...

চর্ম শিল্পীদের হাতে তুলে দেওয়া হল ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মার্কেট স্টল

তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং খোয়াই পুর পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে দশটি মার্কেট স্টল চর্ম শিল্পীদের হাতে তুলে দেওয়া হল ব্যবসা করার জন্য। এ উপলক্ষে আজ বিকেলে খোয়াই কবলার চৌমুহনী এলাকায় খোয়াই পুর পরিষদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, খোয়ই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, ক্রীড়া দপ্তরের সচিব অমিত রক্ষিত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর চেয়ারম্যান বলেন চর্ম শিল্পীদের জন্য যে স্টলগুলো তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে শ্যামহরি শর্মা বিপনী। রাজ্যের প্রয়াত সমাজসেবী শ্যামহরি শর্মার স্মৃতির উদ্দেশ্যেই এই বিপণির নামকরণ করা হয়েছে। এছাড়াও খোয়াই পুর পরিষদের উন্নয়নমূলক কাজ গুলো তিনি বক্তব্যর মধ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সুব্রত মজুমদার, অমিত রক্ষিত সহ অন্যান্যরা। পরে 10 জন চর্ম শিল্পীদের মধ্যে ওই স্টলগুলোর চাবি তুলে দেন মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য