বিগত কিছুদিন পূর্বে জেলাশাসকের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল যা বটতলা এলাকায় কোন যান পার্কিং করা চলবে না সমস্ত যান পার্কিং করা হবে নাগেরজলা মোটরস্ট্যান্ডে, এই বিষয়টি নিয়ে বর্তমান জেলা শাসক কে অবগত করা হলে তিনি বিষয়টি আগে জানতেন না এখন যেহেতু জেনেছেন তাহলে এখন থেকে সেটাই হবে বলে জানিয়েছেন। কিন্তু নির্দেশ জারি হওয়ার কিছুদিন ট্রাফিক পুলিশ এবং যান চালকরা নিয়ম পালন করে চললেও এখন ট্রাফিক পুলিশও যান চালকরা সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজ ইচ্ছামত যানবাহন চালাচ্ছে চালকরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার নাগেরজলা মোটর স্ট্যান্ডে যান চালকরা সংবাদ মাধ্যমকে জানান যদি এমনটাই হয় তাহলে কাল থেকে এরাও বটতলা স্ট্যান্ডে নিজেদের বাস গাড়ি নিয়ে এসে দাঁড়াবেন এবং সেখান থেকে যাত্রী নিয়ে চলাচল করবেন তাতে যদি কারো কোন অসুবিধা হয় তার দায়ভার তারা থাকবে না বলে সাফ জানিয়ে দেন। কেননা যদি বটতলা থেকে যাত্রী নিয়ে যান চলাচল করা হয় তাহলে নাগেরজলা মোটরস্ট্যান্ডে কেউ আসবে না, তাছাড়া এদিন এনারা রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী এই বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখেন তার আবেদন রাখেন।



