Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবিভিন্ন দাবি নিয়ে উদ্যান ভূমি মৃত্তিকা দফতরে ডেপুটেশন প্রদান ত্রিপুরা পান চাষী...

বিভিন্ন দাবি নিয়ে উদ্যান ভূমি মৃত্তিকা দফতরে ডেপুটেশন প্রদান ত্রিপুরা পান চাষী সমিতির

সারা ভারত কৃষক সভা অনুমোদিত ত্রিপুরা পান চাষী সমিতি বুধবার উদ্যান , ভূমি ও মৃত্তিকা দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কনভেনার বাবুল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের বিভিন্ন দাবি গুলি তুলে ধরেন, শিল্প – কারখানার দিক থেকে রাজ্যটি অনেকটাই পিছিয়ে , তাই বিকল্প কর্মসংস্থান হিসাবে পান চাষকে ভিত্তি করে প্রতিপালিত হচ্ছে হাজার হাজার পরিবার । শুধু পান চাষীরাই নয় , পান চাষ ও বাজারজাত -করনকে ভিত্তি করে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছে অগনিত গরীব কৃষক বাঁশ – ছন ব্যবসায়ী , ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারী ব্যবসায়ী , আড়তদার , পরিবহন মালিক শ্রমিক সহ বহু পরিবার । কারন এই গুলি পরস্পরের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। পূর্বে দপ্তর থেকে পানচাষীদের সাহায্যে সরকারী ভাবে নতুন পান ক্ষেত করে দেওয়া , সমবায় সমিতি গঠন , তার মধ্যে দিয়ে ঋণদান , রেগার মধ্যে দিয়ে নতুন পান ক্ষেত গড়ে তোলা হত । পানচাষীদের জন্য শেভ নির্মান পান সংরক্ষনের জন্য হিম ঘর তৈরী করা পানচাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা হয়েছিল । যার ফলশ্রুতিতে পান চাষীরা স্বনির্ভর হয়ে উঠেছিল এই সহায়তা গুলির মাধ্যমে । বর্ষার সময় , ঘুর্নি ঝড়ের সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে নানা ভাবে সরকারী উদ্যোগে সহায়তা করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য