Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যকর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত

কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত

রাজ্য সরকারি কর্মচারীদের পাচ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 5% মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর জানান তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠক হয়। পয়লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হবে। এতে প্রতিবছর রাজ্য সরকারের কোষাগার থেকে 523 কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এক শতাংশ ডিএ দিতে সরকারের কোষাগার থেকে 104 কোটি 76 লক্ষ টাকা ও 5% ডিএ দেওয়ার জন্য প্রয়োজন 530 কোটি 80 লাক্ষ টাকা। এতে রাজ্যের বিশাল সংখ্যক কর্মচারীরা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি পেনশনার, ফ্যামিলি পেনশনার্সরাও পাচ শতাংশ ডিআর পাবেন। তিনি বলেন মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে বেশকিছু নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পুর্ত দপ্তরে 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 100 জনকে নেওয়া হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে এবং 100 পদ পূরণ করা হবে ডিগ্রী ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে। মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার ত্রিপুরা মেডিয়া ক্রিয়েশন গাইডলাইন এর সংশোধনের প্রস্তাব গৃহীত হয়েছে। রাজ্যে মোট 300 জনকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হবে। পুরনো রয়েছেন 178 জন। সব মিলিয়ে 300 জনকে নতুন করে সরকারি স্বীকৃতি পত্র দেওয়া হবে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জানান রাজ্য গণবণ্টন ব্যবস্থার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে গণবণ্টন ব্যবস্থায় 200 গ্রাম করে সয়াবিন এর প্যাকেট প্রতি মাসে দেওয়া হবে। পুজোর আগেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। তথ্য-সংস্কৃতি দপ্তরের ষোলটি নতুন পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে সহকারি অধিকর্তার চারটি পদ এবং এসআইও রয়েছে ছয়জন৷ স্বাস্থ্য দপ্তরে 100 জন স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। এখন থেকে রাজ্যের প্রতিটি দপ্তর তার কাজের রিপোর্ট প্রতিমাসে সাংবাদিকদের সামনে তুলে ধরবে। দপ্তরের মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে উন্নয়ন মূলক তথ্য তুলে ধরবেন বলে তিনি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য