বিগত কিছুদিন পূর্বে পুনরায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় রাজ্যের স্বনামধন্য মহাবিদ্যালয় এম বি বি কলেজের হেলথ সেন্টারটি। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সেন্টারে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে কথা বলেছিলেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। সিদ্ধান্ত হয় কলেজের সর্বমোট প্রায় ৪০০০ ছাত্র- ছাত্রী ও শিক্ষক- অশিক্ষক কর্মী সর্বমোট ২০০ জনকে দেওয়া হবে এই ডোজ বলে। সোমবার কলেজের এলামনি এসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া শিবিরের প্রথমদিনে প্রায় ২০০ জন শিক্ষক- অশিক্ষক কর্মচারীদের বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা হয়। ধাপে ধাপে অন্যরাও যাতে পায়, সেই ব্যবস্থা করা হবে স্বাস্থ্য দপ্তরে থেকে। এদিন কলেজ চত্বরে বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে বেশ সাড়া পড়ে।



