ত্রিপুরা সমবায় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক লিঃ হেড অফিসে ৪৯ তম বার্ষিক সাধারন সভা করা হয় ২০২০ – ২১ অর্থ বর্ষের। এই দিনের
সাধারন সভায় উপস্থিত ছিলেন সমবায় নিয়ামক রেজিস্টার দিলীপ কুমার চাকমা, দপ্তরের চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়ং, ব্যাংকের জেনারেল ম্যানেজার নিখিল রঞ্জন চক্রবর্তী, দপ্তরের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রয়।এই দিন ৪৯ তম বার্ষিক সাধারণ সভার প্রদীপ প্রজ্জ্বলন করে সবার সূচনা করেন সম্মানীয় অতিথিরা। ঋণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দপ্তরের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রয় বলেন ২০২০ সালের করোনা কালীন পরিস্থিতিতে সাধারণ সভা করা হয়নি তাই এই বছর২০২০ ও ২০২১ সালের কাজ করা হচ্ছে ৫০ তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালে করা হবে পাশাপাশি তিনি আরো বলেন ঋণ নিয়ে সমবায় এর যেই কাজ চলানো হতো তা ৩০ জুলাই দেওয়া হয়েগেছে এখন সমবায় কৃষি ব্যাংকের কাছে যে টাকা আছে সেটা দিয়ে লেনদেন করা হচ্ছে বলে জানান এবং আগস্ট মাস থেকে নতুন করে ঋণ দেওয়া হবে বলে জানান



