Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যচলে গেলেন রাজ্যের বিশিষ্ট লেখক প্রাক্তন মন্ত্রী ডক্টর ব্রজ গোপাল রায়

চলে গেলেন রাজ্যের বিশিষ্ট লেখক প্রাক্তন মন্ত্রী ডক্টর ব্রজ গোপাল রায়

অবশেষে জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন রাজ্যের বিশিষ্ট লেখক প্রাক্তন মন্ত্রী ডক্টর ব্রজ গোপাল রায়। রবিবার সকালে আগরতলা আইজিএম সংলগ্ন রবীন্দ্রপল্লী এলাকায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। প্রয়াত ডক্টর রায় নৃপেন চক্রবর্তী ও দশরথ দেব এর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে। এছাড়াও আরো বহু সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি। তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে দেখা দেয় শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান সহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্ব সহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা ডঃ রায়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান তার বাসভবনে। প্রয়াতের মরদেহ বিধানসভা ও সচিবালয়ে নিয়ে যাওয়ার পর, সেখান থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের শেষে আগরতলা প্রেসক্লাব হয়ে বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্যের কাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য