১৯৫৭ সালের ৩১ শে জুলাই সাফাই কর্মীদের ন্যূনতম দাবী দেওয়া নিয়ে দিল্লিতে সাফাই কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন সাফাই কর্মী ভূপ সিং। সেই আন্দোলন যখন সুদূরপ্রসারী হতে শুরু করে তখনই আজকের দিনে তৎকালীন নেহেরু সরকার সাফাই কর্মীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করেছিলেন, আর সেই গুলিতে নিহত হয়েছিলেন সাফাই কর্মী ভূপ সিং। তখন থেকেই ৩১শে জুলাই দিনটিতে সাফাই কর্মী দিবস কিংবা শহীদ দিবস হিসেবে পালন করে আসছে সাফাই কর্মীরা। তারই পরিপ্রেক্ষিতে রবিবার আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা শহিদ ভূপ সিং স্মরণে সাফাই দিবস পালন করলেন, এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাফাই কর্মী জানান, সাফাই কর্মীদের ন্যূনতম দাবি নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার পথে তৎকালীন মেহেরু সরকারের প্রশাসনের গুলিতে নিহত হয়েছিলেন সাফাই কর্মী ভূপ সিং, সেদিনই ৩১শে জুলাই সন্ধ্যায় নেহেরু সরকার সাফাই কর্মীদের দাবি-দাওয়া মেনে নিয়েছিলেন তাই এই দিনটিকে গর্বের সহিত সাফাই কর্মীরা দিনটিকে উদযাপন করছেন বলে জানান।



