ত্রিপুরা চা উন্নয়ন নিগম ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান পরিচালন পর্ষদ দায়িত্ব গ্রহণের পর রাজ্যের চা পিপাসু মানুষের চাহিদার কথা মাথায় রেখে ত্রিপুরেশ্বরী টি নামে রাজ্যে উৎপাদিত চা পাতার একটি নতুন ব্র্যান্ড বাজারজাত করেছে । পরবর্তীতে ২০১৯ সালের ২ রা সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের খাদ্য ও জন সংভরণ দপ্তরের সহযোগিতায় নায্যমূল্যের দোকানের মাধ্যমে ভর্তুকি মূল্যে রাজ্যের সর্বত্র এই ত্রিপুরেশ্বরী ব্র্যন্ডের চা সরবরাহ করা হচ্ছে । গত কয়েক বছর ধরে একদিকে এই চায়ের গুণগত মান বৃদ্ধি এবং অন্যদিকে আরো সাফল্যের সঙ্গে এই চা বাজারজাত করার জন্য নিগম নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে । নায্যমূল্যের দোকানের বাইরেও বৃহত্তর ব্যবসায়ী সমাজ ও অন্যান্য অংশের মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে নিগম আরো উন্নত গুণমানের আরেকটি নতুন চায়ের ব্র্যন্ড উদ্ভাবনের প্রয়োজনীয়তা অনুভব করে । সেই মোতাবেক শনিবার অধিকতর গুণমান সমৃদ্ধ মহাকরণে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ‘ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম টি’ নামে চা পাতার নতুন ব্র্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তাছাড়া ও উপস্তিত ছিলেন, টিবোর্ডর এর চেয়ারম্যান সন্তোষ সাহা অধিকর্তা এম এল দাস। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের চা শিল্পের উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করছে রাজ্য সরকার। চা বাগানের জন্য জমি সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। একটা অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। এর পাশাপাশি চায়ের জন্য রাজ্যে একটি নিলাম কেন্দ্র গড়ে তোলা এবং প্রতিবেশী বাংলাদেশে চা পাতা রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। চা শিল্পকে ভিত্তি করে কর্মসংস্থান তৈরি, ক্ষুদ্র চা চাষীদের সহায়তা করা সহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে ত্রিপুরা চা উন্নয়ন নিগম নিরলস প্রচেষ্টা জারি রেখেছে।



