এক তুচ্ছ মস্তানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, মস্তানটির নাম তপন সিংহ বাড়ি নরসিংগড় ভাগলপুর এলাকায়, বাবার নাম হীরালাল সিংহ। এলাকাবাসীর অভিযোগ তপণ সিংহ ওরফে টুনু মস্তান বিগত কিছু মাস ধরে দিবা রাত্রিতে মদমত্ব অবস্থায় এলাকার লোকজনদের ওপর অত্যাচার চালাচ্ছেন বলে, এর প্রতিবাদে এলাকাবাসী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টুনু মস্তানকে দু একবার ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু তারপরেও সে তার তুচ্ছ মস্তানি চালিয়ে যাচ্ছে। তাছাড়া গতকাল রাত্রেও তিনি মতামত অবস্থায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এক সাংবাদিকদের সাথে তুচ্ছ ব্যবহার করে তাকে প্রাণে মারার হুমকি দেয় বলেও জানা যায়। তাই এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যে তপন সিংহ ওরফে টুনু মস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার। টুনু মস্তানের এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



