বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন সংবাদ মাধ্যমকে কমিটির এক কার্যকর্তা জানান বর্তমান কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি ২০২০ এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে, শুধু তাই নয় এই শিক্ষা নীতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা মুনাফা পাইয়ে দেবার পরিকল্পনা করছে সরকার বলে। তাছাড়া শিক্ষার্থী কম এই অজুহাত এনে ইতিমধ্যে হিন্দি বলয়ের মধ্য দিয়ে বাহান্ন হাজার সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে এবং রাজ্য সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিমত ব্যক্ত করেন। তার পাশাপাশি তিনি এদিন আরো বলেন এই জাতীয় শিক্ষানীতির তে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গরীব শ্রেণীর ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য যে লড়াই সংগ্রাম চালিয়েছেন তার অবমাননা বলে। তাছাড়া জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রতিবাদে সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ অধ্যাপক শিক্ষক এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান রাখেন।



