শুক্রবার সিপিআইএম পশ্চিম জেলা অফিসে বামপন্থী পাঁচটি গণ সংগঠনকে নিয়ে একদিনের কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস নারী নেত্রী জয়া বিশ্বাস সহ অন্যান্যরা। এ দিনের কনভেনশনে আলোচনার মূল বিষয় ছিল স্বাধীনতা অর্জনে বামপন্থীদের কি ভূমিকা ছিল এবং বিপরীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কি ভূমিকা ছিল তা নিয়ে আলোচনা করা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস বলেন গত ২৫ তারিখ রাজ্যের প্রত্যেকটি মহকুমায় আসন্ন ৭৬ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভায় মিলিত হয় এবং তা থেকে এক আলোচ্য বিষয়বস্তু নিয়ে আজকের এই কনভেনশন। আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তাছাড়া স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ধ্বংস করার পেছনে মূল কারিগরিই ছিল বামপন্থীরা। আর অন্যদিকে এই স্বাধীনতার সংগ্রামের আন্দোলনকে পেছন দিক থেকে ছুরি মেরেছে ও এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষপাতিত্ব করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এদিনের কনভেনশনে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।



