দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই দিনটিকে সুন্দর সমৃদ্ধ ভাবে কিভাবে পালন করা যায় সে বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে এক কাউন্সিলিং বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আগরতলা পুর নিগমের কমিশনার, সহ- কমিশনার ও আগরতলা পুর নিগমের সম্মানীয় কর্পোরেটররা। এদিনের বৈঠক নিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শহরকে কিভাবে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং শহরের প্রত্যেকটি বাড়িতে যেন তেরঙ্গা উত্তোলন করা হয় ও প্রত্যেকটি ওয়ার্ডের অন্তর্গত সামাজিক সংস্থা, ক্লাব এবং বাজার হাটের সাথে আলোচনা করে দিনটি যেন যথাযথ মর্যাদায় উদযাপিত হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয় সম্মানিত কর্পোরেটরদের। তাছাড়া স্বাধীনতা দিবসের সন্ধ্যায় পূর নিগমের হলঘরে দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।



