মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর প্রতি কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর কটুক্তি বাক্যের প্রতিবাদে আজ বিকেলে রাজ্য বিজেপি কার্য্যালয় থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় বিজেপি সদর জেলার উদ্যোগে। এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের মিছিলটি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পদ পরিক্রমা করে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় এসে শেষ হয় মিছিল সমাপ্তির পর কংগ্রেস সুপ্রিম সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাছাড়া রাজপথ কাঁপিয়ে মিছিলটি যখন কংগ্রেসের সামনে দিয়ে বের হয় তখন বিরোধী কংগ্রেসীদের স্লোগানের মধ্য দিয়ে হুংকার দিয়ে বিক্ষুব্ধ প্রতিবাদ প্রদর্শন করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার গঠিত হওয়ার পর দেশের নারীদেরকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে হোক কিংবা কর্মসংস্থানের মধ্য দিয়ে যে জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে সেই জায়গায় জনজাতি বিরোধী, দলিত বিরোধী, কংগ্রেস নিজের আসল পরিচয় দিয়েছে। দেশের মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরোধী কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যে বাক্য প্রয়োগ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং সেটাকে সেটাকে নিন্দা জানানোর মতো কোনো ভাষা নেই সুতরাং এটা লোকতন্ত্রের অপমান ভারত মাতার অপমান আমাদের সমাজের মা-বোনেদের অপমান বলে ব্যক্ত করেন। এদিনের বিক্ষোভ মিছিলটিকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



