Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের শিক্ষামন্ত্রী সংবর্ধিত করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী সাগর...

রাজ্যের শিক্ষামন্ত্রী সংবর্ধিত করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী সাগর রায়কে

আজ গোলাঘাটি বিধানসভার লক্ষীছাড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এর হাত থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা গ্রহণ করল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী কাঞ্চনমালা এলাকার সাগর রায়। বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাগর রায় কে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের সাইন্স ল্যাবরেটরি নতুন ভবনের শুভ উদ্বোধন হয় শিক্ষামন্ত্রী হাত ধরে তার পাশাপাশি বৃক্ষরোপণের কর্মসূচিও পালন করা হয়। এই সুন্দর দিনে জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বিকাশ ভৌমিক, কাঞ্চনমালা এলাকার প্রধান প্রদীপ কুমার মজুমদার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ভবানী মগ, এলাকার বিশিষ্ট সমাজসেবীরা সহান বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এই অনুষ্ঠানে এসে বিদ্যালয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে শিক্ষা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করেন এবং ছাত্র-ছাত্রীরাও তার সঠিক জবাব দেয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন নৃত্য পরিবেশন করা হয়। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাতে 5 দফা দাবি সনদ তুলে দেওয়া হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেন শিক্ষা হলো জাতির মেরুদন্ড আর ছাত্রছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ তাই দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও যেন সেই ভাবে চেষ্টা করে যায়। পাশাপাশি তিনি অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন ছাত্র-ছাত্রীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকরা যেন সঠিক ভূমিকা পালন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য