বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের সমস্ত কর্পোরেটরদের নিয়ে কাউন্সিল মিটিং করা হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য প্রভারী বিনোদ সোনকর এবং উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা। এদিনের মিটিংয়ে মূলত আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরে যেন তেরঙ্গা লাগানো হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া এই মিটিং এর মূল লক্ষ্য হলো আগরতলা শহরকে কিভাবে আরো সবুজ ও সুন্দর রাখা যায় সেই বিষয় নিয়ে নেতৃত্বদের উপস্থিতিতে আলোচনা করা। এদিনের বৈঠক থেকে রাজ্য প্রভারী বিনোদ সংকর জানান কিভাবে রাজ্যকে আরও সুন্দর করা যায়, কিভাবে এই রাজ্যকে স্মার্ট সিটিতে পরিনত করে সারা দেশের মধ্যে প্রথম স্থানে পৌছানো যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে।



