বৃহস্পতিবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ইউনিটি গ্যাস্ট্রো কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আগরতলা সাইকোহোলিক ফাউন্ডেশনের সহযোগিতায় “রাইড ফর লিভার” স্লোগানকে সামনে রেখে এক সাইকেল রেলীর আয়োজন করা হয়। এদিনের সাইকেল রেলিটি রাজধানীর টিআরটিসি থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে হেপাটাইটিস বি কিভাবে আটকানো যায় সে বিষয়ে বার্তা ছড়িয়ে দেন। এদিন সংগঠনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান “হেপাটাইটিস বলছে যে আমি আটকে নেই” বর্তমান সময়ে হেপাটাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের কারণে সুতরাং আমরা জানি এই ফ্যাটি লিভার আমরা দূর করতে পারি সুষম খাদ্যের প্রয়োগে। তাই নিজের লিভার কি সুস্থ রাখতে শরীরচর্চা খুবই প্রয়োজন আর এই চর্চা অন্যতম মাধ্যম হলো সাইকেলিং সাইকেলিং এর মধ্য দিয়ে যেমন চর্চা হয় ঠিক তেমনি পরিবেশ কে সুস্থ রাখাও সম্ভব হয়। তাছাড়া এই দিন তিনি পরিবেশ কে সুরক্ষিত রাখতে পেট্রোল ডিজেল চালিত যানবাহন কমিয়ে বৈদ্যুতিক চালিত যান কিংবা সাইকেল ব্যবহারের জন্য আহ্বান রাখেন।



