সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের ৪ থ সম্মেলন বুধবার আগরতলার ভানু-ঘোষ সৃতি ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন আরম্ভ করেন। এই দিনের সন্মেলনে উপস্তিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি কম মানিক দে সহ অন্যানরা,ত্রিপুরারাজ্যহকার্সইউনিয়নের ৪ থ সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে কমরেড মনিক দে বলেন হকার্স ভাই দের কাছে অনেক মানুষ যায় যেহতু আপনারা ব্যাবসার কাজে যুক্ত তাই আপনারা মানুষের সাথে আরো ভালো সম্পক্রগড়ে তোলুন তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে আপনাদের তাই সবাই কে একএিত হবার আহ্বান রাখেন পাশাপাশি তিনি আরো বলেন সঙ্ঘবদ্ধ হন একতা শক্তি তৈরি করেন এটার মধ্য দিয়েই আগামী দিনে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের সম্বল গোটা ভারতবর্ষে সি আই টি ইউ এই সংগ্রামটা করছে বলে উনার বক্তব্য তুলে ধরেন।



