ইডিতে সোনিয়া গান্ধী সেই ইস্যুতে উত্তাল হলো ত্রিপুরার রাজনীতি। কংগ্রেস প্রতিহিংসার বদলে প্রতিবাদের আন্দোলন সংঘটিত করছে এমন এই দাবি কংগ্রেস নেতৃবৃন্দের। ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার আগরতলার সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে গর্জে উঠল রাজ্য প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক আশীষ সাহার নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা কংগ্রেস দল যখন দেশের স্বার্থে মানুষের জন্য কথা বলতে শুরু করেছে, মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, টাকার ভ্যালু কেন কমে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেন বাড়ছে, চাইন কেন ভারতবর্ষের সীমান পার করে আমাদের বিভিন্ন গ্রাম দখল করে বসে আছি কেন ধর্মের নামে বিবাজিত হবে সমাজ।আর এই সব কথা বলতেই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে মোদি সরকার কংগ্রেস দলের নেতৃত্ব দের কে জেলে পোড়ানোর চেষ্টা করছেন তা কখনোই সম্ভব নয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছেন দেশের মোদি সরকার বলে উনার বক্তব্যে তোলে ধরেন।



