Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসাত দফা দাবিতে ত্রিপুরা রাজ্য দুগ্ধ উৎপাদন সমিতির বিক্ষোভ কর্মসূচি

সাত দফা দাবিতে ত্রিপুরা রাজ্য দুগ্ধ উৎপাদন সমিতির বিক্ষোভ কর্মসূচি

কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ডেয়ারী দ্রব্য , মেশিন ও মিল্কিং ম্যাশিন এর উপর থেকে জি.এস.টি বাতিল করতে হবে । কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দুধের দামের ক্ষেত্রে স্বামী নাথন কমিশনের সুপারিশ অনুযায়ী নূন্যতম দাম ৫০ % নিশ্চিত করতে হবে এই রকম ৭ দফা দাবি সনদ নিয়ে বুধবার সারা ভারত কৃষক সভা অনুমোদিত
ত্রিপুরা দুগ্ধ উৎপাদন সমিতি , গোর্খাবস্তি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে ত্রিপুরা দুগ্ধ উৎপাদন সমিতির সারাভারত কৃষক সভার রাজ্য সভাপতি পবিএ কর বলেন সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের দুগ্ধউৎপাদন সমিতি গুলি কে নিয়ে কেরেলাতে একটি সংঘঠন তৈরি হয়েছে মিল্ক প্রডিউসার অর্গানাইজেসান সেখানে কেনভেনশন হয়েছিলো সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৭ শে জুলাই সারা দেশে দুগ্ধউৎপাদন সমিতি গুলো বিক্ষোভ কর্মসূচি পালন করা পাশাপাশি গণডেপুটেশন প্রদান করা তারই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য