ওএনজিসি ত্রিপুরা এসেটের অল ইন্ডিয়া এস সি, এস টি, এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগরতলা ইউনিটের উদ্যোগে ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এ দিনের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওএনজিসি ত্রিপুরায় এসেন্ট ম্যানেজার তরুণ মল্লিক। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান যেসব ব্যক্তিরা রক্তদানে সক্ষম তাদের প্রত্যেককে প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তদান অবশ্যই করা দরকার কেননা এর ফলে বহু মুমূর্ষু রোগী জীবন বাঁচানো সম্ভব সুতরাং রক্তদানের মত মহৎ কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসা জরুরী বলে অভিমত ব্যক্ত করেন তাছাড়া এই দিনের রক্তদান শিবিরে 125 থেকে 150 জনের মতো রক্তদাতা রক্ত দান করবেন বলে জানিয়েছেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



