মুমুর্ষ রোগীদের দ্রুত সুস্থ্যতার লক্ষ্যে রক্তের প্রয়োজন মেটাতে প্রত্যেক মঙ্গলবারে রক্তদান করানোর একটি প্রয়াস নেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পক্ষ থেকে, আজ তার ৪৭তম সপ্তাহ পূর্ন হল। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যেক মঙ্গলবারে দশজনকে রক্তদান করানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (জি.বি.পি ) হাসপাতালে কার্যকর্তাদের সহযোগিতায় রক্তদান করানোর উদ্যোগ নেওয়া l তিনি অত্যন্ত আনন্দিত যে আজকেও এই আহব্বানে সাড়া দিয়ে, তাদের লক্ষ্যের অনেক অধিক জন ডোনার এগিয়ে এসে এই মহতি কাজের অংশীদার হন l আগামী মঙ্গলবার গুলিতেও আমাদের এই উদ্যোগ জারি থাকবে বলে জানান তিনি l



