বি জে পি জাতীয় সাধারন সম্পাদক বি এল সন্তোষ মঙ্গলবার এমবিবি বিমানবন্দরে এসে পৌছেন, সাথে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি রাজ্য প্রভারি বিনোদ সোনকর, সহ অন্যনরা। আগরতলার এম বি বি বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্য বিজেপির নেতৃত্বরা। রাজ্যে ভারতীয় জনতা পার্টির কাজ কি রকম চলছে এবং আগামী ২৩ শে বিধান সভা নির্বাচনে দলকে আরো মজবুত করার উদ্দেশ্যেই একদিনের সফরে এলেন বিজেপি জাতীয় সাধারন সম্পাদক বি এল সন্তোষ। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বি জে পি রাজ্য প্রভারি বিনোদ সোনকর বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দল ও সংগঠনের কাম কাজ ও সংগঠনের চর্চা যেমন হয়ে থাকে তার জন্য বি এল সন্তোষ এর আগমন বলে জানান তিনি।



