প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সারা ত্রিপুরা রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালিত হল কারগিল বিজয় দিবস। এই দিনটিকে কেন্দ্র করে ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রভাত ফেরির আয়োজন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বলা যায় আজকের এই দিনেই ভারতীয় বীর সেনাবাহিনীদের দ্বারা কারগিল জয়লাভ হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিবসের উদযাপন। তারই পরিপ্রেক্ষিতে ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে এক সুবিশাল প্রভাত ফেরির আয়োজন করা হয়, এদিনের রেলিটি ডুকলি বাইপাস রবীন্দ্র সংঘের সামনে থেকে শুরু করে ইচা বাজারে গিয়ে শেষ হয়। এদিনের রেলীতে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস, সদর শহর জেলা যুব মোর্চা সভাপতি প্রসেনজিৎ ঘোষ, ১৮ সূর্যমনি নগর যুব মোর্চা সভাপতি বুলন সাহা, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদমাধ্যমের সামনে সংগঠনের নেতৃত্বরা জানান আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে কিন্তু এদের মধ্যে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চায় দেশ নিয়ে কথা বলেন ও বিভিন্ন কর্মসূচিতে মেতে উঠেন। এ দিনের কর্মসূচিটিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



