Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যশুরু হলো ঐতিহ্যবাহী কের পূজো

শুরু হলো ঐতিহ্যবাহী কের পূজো

শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী কের পুজা। প্রথা অনুযায়ী খারচি পূজা শেষ হওয়ার সাতদিন পর কের পূজা শুরু হয়। রাজন্য আমল থেকে ত্রিপুরায় এই কের পূজা হয়ে আসছে। সুখসমৃদ্ধি কামনায় এবং জরাব্যধি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কের পূজার আয়োজন। কের কথার অর্থ সীমানা বা গণ্ডী। আগে এই কের আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ ও পুরাতন আগরতলায় পুরাতন হাভেলীতে অনেকটা জায়গা জুরে হতো। এখন কালের বিবর্তনে কের পূজার গণ্ডী অনেকটাই কমিয়ে আনা হয়েছে।পরম্পরাগত ভাবেই উজ্জয়ন্ত প্রাসাদের এক কোণে এই পূজার আয়োজন করা হয়। সোমবার (২৫ শে জুলাই)রাত ১০টা থেকেই কের এর শুভারম্ভ হয়। রাতে অধিবাসের পর মঙ্গলবার(২৬ শে জুলাই ) সকাল থেকে পূজাশুরুহয়।জাতি-উপজাতির মিলনের পূজা কের। তবে কের এর গণ্ডির মধ্যে সবাই প্রবেশ করতে পারেন না। কের পূজা মানে চতুর্দশ দেবতারই পূজা। অত্যন্ত শ্রদ্ধাভক্তি ও নিষ্ঠার সঙ্গে বিধিনিষেধ মেনে এই পূজা করতে হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য