Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যহেনরি ডিরোজিও স্কুলে শুরু হল নার্সারি বিভাগ

হেনরি ডিরোজিও স্কুলে শুরু হল নার্সারি বিভাগ

বিদ্যা জ্যোতি প্রকল্পে রাজধানীর হেনরি ডিরোজিও স্কুলে শুরু হল নার্সারি বিভাগ। সোমবার এর সূচনা হয় আনুষ্ঠানিকভাবে।
বেশ কয়েক মাস আগেই রাজ্যের ১০০টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনেছে শিক্ষা দপ্তর। এই স্কুল গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে ।বিদ্যা জ্যোতি প্রকল্পে এই স্কুলগুলির মধ্যে রয়েছে রাজধানীর হেনরি ডিরোজিও স্কুল ।সোমবার এই স্কুলে শুরু হয়েছে নার্সারি সেকশন। এদিন স্কুলে হয় অনুষ্ঠান ।উপস্থিত ছিলেন আগরতলা পুরnনিগমের মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ ,সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অংশ নেন কচিকাঁচারা সহ তাদের অভিভাবকরা। আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে অতিথিদের বক্তব্যে। সদর মহকুমা শাসক অসীম সাহা জানান পানীয় জল শৌচাগার শিক্ষকসহ পরিকাঠামোসহ বিভিন্ন বিষয় তৈরি করা হবে। পাশাপাশি তিনি জানান সেখানে চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য