সোমবার ২৫ শে জুলাই এমবিবি কলেজের প্রাক্তনদের উদ্যোগে পুনরায় চালু হলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মহারাজা বীর বিক্রম কলেজের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি। এদিন মহারাজা বীর বিক্রম কলেজের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, এবং এলাকার কাউন্সিলর সুখময় সাহাসহ কলেজের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মহারাজা বীর বিক্রম কলেজের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে পুনরায় পথ চলা শুরু হল কলেজের প্রাক্তনীদের উদ্যোগে আজ থেকে, এই কলেজে পড়াশোনা করে পরবর্তী সময়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন এমন অনেক উদাহরণ রয়েছে সুতরাং এমবিবি কলেজ হল আমাদের রাজ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। নতুন করে পথ চলা শুরু করা এই স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রতি সপ্তাহে একবার ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবে এই কলেজেরই প্রাক্তন ছাত্র ডাক্তার ভোলানাথ সাহা। তাছাড়া যারা স্বেচ্ছায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে নিজেদের আয় করা অর্থ ব্যায় করে সামাজিক কাজে এগিয়ে আসবেন রাজ্য সরকার তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে মহারাজা বীর বিক্রম কলেজের স্বাস্থ্য কেন্দ্রটিতে করোনা টীকা করন কর্মসূচি করা যায় কিনা সে বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনা করার পর দপ্তর সবুজ সংকেত দিয়েছে যার অর্থ টিকা করনের কাজও আগামী সপ্তাহ থেকে শুরু করা হবে বলে জানান। স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর মন্ত্রী রতন লাল নাথ এমবিবি কলেজে চলা রবীন্দ্র হল ঘরে কাজ পরিদর্শন করেন এবং এম বি বি কলেজে ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা অনুষ্ঠান যেন এই হল ঘরেই করা যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে।



