Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের এক দিবসীয় কনভেনশন

অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের এক দিবসীয় কনভেনশন

ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা টাউন হলে একদিনের কনভেনশনের আয়োজন করা হয়। এই দিনের কনভেনশনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সি পি আই এম দলের রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী,জি এম পি নেতা রাধা চরণ দেববর্মা,এস এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা দিপ্সিতা ধর, বিধায়ক রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আগরতলা টাউন হলের ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের কনভেনশনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদিনের কনভেনশন শুরু হয়।এই দিন ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের কনভেনশন সম্পর্কে বলতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা দিপ্সিতা ধর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়ন বিগত বহু বছর ধরে ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে লড়াই করে আসছে। সাংগঠনিক রুটিন অনুযায়ী প্রত্যেক বছর নতুন নেতৃত্বদেরকে উঠিয়ে আনার লক্ষ্যে কনভেনশন করা হয়। দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যে নীতি নিয়েছে তা পুরেটাই ছাএ বিরোধী পিছিয়ে পড়া বিশেষ করে মেয়েদের ক্ষেএে শিক্ষার যে সমস্ত পুরিসর গুলো ছিল সেগুলো ছোট করা হয়েছে। বিগত দিনে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য যারা ম্যাট্রিক্স স্কলারশিপ শেষ স্কলারশিপ বন্ধ করে দেয়া হয়েছে পাশাপাশি নয়া শিক্ষা নীতির কথা সরকার যা বলছে তাতে করে গরীব অংশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না যাদের টাকা আছে তারাই পড়াশোনা করতে পারবে। শিক্ষার যে মূল্যায়ন শিক্ষাকে ব্যবসায় পরিণত করা এর বিরুদ্ধে এই কনভেনশন। জনজাতি অংশের ছাত্রছাত্রীরা পিছিয়ে রয়েছে তাদের জন্য লড়াই সংগ্রাম টা আগামী দিনে আরো কঠিন হবে সেই আগামী দিনের লড়াই সংগ্রামে কি করে একসাথে নিতী কি হবে তা কনভেনশন এ আলোচনা করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য