শনিবার শিবনগর, আমরা বাঙালি অফিস কার্যালয় সামনে থেকে বাঙালি ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয়, এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাঙালি যুব সমাজের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন শিক্ষাঙ্গনে কর্ম প্রতিষ্ঠান বাংলা ভাষা বাংলা কৃষ্টি সংস্কৃতির অবদমন, ত্রিপুরা বাঙালির। ত্রিপুরার বাঙ্গালীদের বাংলা ভাষা একাদশ-দ্বাদশ শ্রেণীতে বাম আমলে ঐচ্ছিক করে দেওয়া হয়েছিল বলে জানান, পাশাপাশি তিনি সরকারি অফিস এর সাইন বোর্ডগুলো বাংলা ভাষায় করার দাবী রাখেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলারোডে সমাবেশ করেন।



