দেশের প্রথম জনজাতি মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ কর্মসূচি পালন করা হয়। এদিন সংবাদমাধ্যমকে মহিলা মোর্চার এক নেত্রী বলেন কোন এক জনজাতি মহিলা দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটা আমাদের গর্বের বিষয়। কেননা তিনি জীবনে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। তার পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এমন একজন জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার জন্য। তাছাড়া এটা মাতৃশক্তির এক নিদর্শন, এ ধরনের মাতৃ শক্তিকে অনুসরণ করে আমরা মহিলা মোর্চার বোনেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে সংগ্রাম চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে মহিলা মোর্চার মা-বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



