রাজ্যে আবারো ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েই চলছে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ। সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়াকে লক্ষ্য করে রাজ্য সরকার সতর্কতা জারি করে দিয়েছে যে সকলেই যেন করণা বিধি মেনে চলেন এবং মাস্ক পরিধান করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন কিন্তু রাজধানীর বাজার এলাকাগুলোতে সরকারি নির্দেশের কোন প্রকার মান্যতা লক্ষ্য করা যায় না তারই পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবিলায় আগরতলা জিবি বাজার এলাকায় মাস্ক এনফোর্সমেন্ট কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্য দিয়ে যাদের মার্কস নেই তাদেরকে জরিমানা করা হয় ও জরিমানা বাবদ ২০০ টাকা করে টোটাল ১০০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান করুনা সংক্রমনের বৃদ্ধির এই মুহূর্তে সকলেই যেন করোনা বিধি মেনে চলেন এবং ঘর থেকে বেরোনোর সময় মাস্ক যেন অবশ্যই পরিধান করেন ও ভীরযুক্ত এলাকা যেন ত্যাগ করে চলেন।



