Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যশিক্ষামন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক অরুন চন্দ্র ভৌমিকের

শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক অরুন চন্দ্র ভৌমিকের

শিক্ষামন্ত্রীর সাথে বিলোনিয়া বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের কাজিয়া তুঙ্গে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের দুই অধ্যক্ষকে অন্য কলেজে বদলির খবর পেয়ে তা স্থগিত রাখতে শিক্ষামন্ত্রীকে ফোন করে বলার পর নাকি মতানৈক্য ঘটে বিধায়ক ও শিক্ষামন্ত্রী মধ্যে । বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন আমার সাথে শিক্ষামন্ত্রী অশালীন ব্যবহার করেছে যা মানা যায় না । আমাকে শিক্ষামন্ত্রী সম্মান না করুক, কিন্তু কলেজের পড়ুয়াদের স্বার্থে আমি এই কলেজ থেকে কাউকে বদলি হতে দেব না । শিক্ষামন্ত্রী কেন এবং কার ইন্ধনে বিলোনিয়া কলেজ থেকে অধ্যাপকদের বদলি করাচ্ছেন । কোন সাবসিটুট কাউকে না দিয়ে বদলি করলে কলেজের পড়ালেখা লাটে উঠবে বলে ও জানান বিধায়ক। পাশাপাশি তিনি এও জানান শিক্ষামন্ত্রী নিজের মর্জি মাফিক কাজ করতে গিয়ে, শিক্ষা দপ্তরকে বারোটা বাজিয়ে ছেড়ছেন। কাজের পারফরমেন্স ভালো নেই মন্ত্রী রতন লাল নাথের। শিক্ষামন্ত্রীর মর্জিমাফিক কাজে আমিও অসন্তুষ্ট । হেমন্ত বিশ্ব শর্মার হাতে পায়ে ধরে তিন দপ্তরের মন্ত্রী হয়েছেন রতল লাল নাথ । শিক্ষামন্ত্রীর পদ থেকে রতন লাল নাথকে সরানোর জন্য প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন বলেও জানান বিধায়ক । শিক্ষামন্ত্রী রতন নাথকে এদিন বিধায়ক অযোগ্য এবং তোলাবাজ বলেও কটাক্ষ করেন। তিনি আরো বলেন দরকার পড়লে রতন লাল নাথের বিষয় সম্পত্তি নিয়েও সিবিআই তদন্তের দাবী জানাবেন । পাশাপাশি রতন লাল নাথের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ও নালিশ জানান বলে জানান বিধায়ক। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে স্বদলীয় বিধায়কের এই ধরনের মন্তব্য ও কাজিয়া রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য