শুক্রবার ভারতের মজদুর সংঘের 68 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় চন্দ্রপুর বি এম এস কার্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএস রাজ্য সভাপতি শংকর দেব ও রাজ্য সম্পাদক তপন কুমার দে, এছাড়াও রক্তদান শিবির উদ্বোধন করেন তাপস ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মকর্তা বলেন বিএমএস শুধু নিজ স্বার্থে চিন্তাভাবনা করে বসে থাকে না দেশ গড়ার স্বার্থে তাদের অবদানকে কিভাবে সাধারণ জনগণের মাঝে প্রসারিত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করা এবং আজকের এই রক্তদান তাদের সামাজিক কর্মসূচি অঙ্গ বলে জানান। তাছাড়া তিনি সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে করা রক্তদান শিবিরটি বি এম এস এর সমাজের প্রতি দায়বদ্ধতার চিন্তাভাবনাকে জনসাধারণের মধ্যে প্রসারিত করবে বলে অভিমত ব্যক্ত করেন।



