বৃহস্পতিবার রুদ্রাভিষেক রঞ্জিত নগর শিব মন্দিরে এক মহাযজ্ঞ এবং রাম কথার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিমি মজুমদার, প্রদেশ বিজেপি সাধারন সম্পাদক কিশোর বর্মনসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুজারী এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান বিশ্বশান্তির কামনায় এই মহাযজ্ঞের আয়োজন এবং রামকথার আয়োজন নিয়ে তিনি জানান একমাত্র আসামকে বাদ দিলে বাকি সব জায়গায় ভগবান রাম পূজিত হন বনবাসী রাম হিসেবে। রাজা রাম হিসাবে একমাত্র পুজিত হন ঝার্সিতে। সুতরাং দেশের মঙ্গলের স্বার্থে ও মানুষের কল্যাণার্থে এই পূজা এবং যজ্ঞের আয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।



