রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিয়ে বারবার বিরোধীদের হেনস্থা করা শাসক বিজেপির জঘন্য রাজনীতির প্রতিফলন ঘটেছে । সেই ঘৃন্য উদ্দেশ্যকে চরিতার্থ করতে ২১জুলাই কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। এই অনৈতিকতার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির স্বীদ্ধান্তক্রমে বৃহস্পতিবার আগরতলা ইডি দপ্তরের সামনে ধর্ণা ও গনবস্থান বিক্ষোভ করে কংগ্রেস। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস সর্বভারতীয় সাধারন সম্পাদিকা জারিতা লাইটফ্লাংসহ অন্যান্যরা। এদিন স মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন দেশে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার জঘন্য রাজনীতিতে মেতে উঠেছে। কেননা যখনই বিরোধীদলগুলো বর্তমান দেশের পরিস্থিতি যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, এসব নিয়ে আওয়াজ তোলার চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাগুলোকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতৃত্বদের উপর। কিন্তু কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী বলেছেন যে এরা ভুলে গেছে আমি দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বৌমা সুতরাং আমি এসবের কিছুতেই ভয় পাই না দেশের মানুষের স্বার্থে, গরিবদের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে, কংগ্রেস আন্দোলন করে আসছে আগামীদিনেও এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



