প্রতি বছর ২১ জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বার্ষিক সাধারণ সমাবেশও কার্যত হয় এই দিনেই। যে কোনও উদযাপনের জন্য এই ২১ জুলাই দিনটিকেই বেছে নেন তৃণমূল নেত্রী। কিন্তু কেন? কী ঘটেছিল এই ২১ জুলাই? ক্যালেন্ডারের পাতা উল্টালে জানা যায়, তৃণমূল কংগ্রেসের জন্মের আগেই ঘটেছিল এই ২১ জুলাই। তবে রাজ্যে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে এই ২১ জুলাইয়ের অবদান অনস্বীকার্য। ১৯৯৩ সালে কলকাতা রাজপথে পুলিশের গুলিতে নিহত হয় ১৩ জন তৃণমূল কর্মী তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিবছর ২১ শে জুলাই কলকতার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ও বৃহস্পতিবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা বাপটু চক্রবর্তী বলেন ১৯৯৩ সালে ভোটার পরিচয় পত্র নিয়ে আন্দোলনের নেমেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা সে সময় নির্বিচারে পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারপর থেকেই একুশে জুলাই দিনটিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদান দিবস পালন করা হয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় আজকের এই কর্মসূচি পালন করা হবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজধানীর রাজপথের প্রজেক্টারে তুলে ধরা হবে বলে জানান তিনি।



