অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলছে। খাদ্য সুরক্ষা আইন , শিক্ষা অধিকার আইন ও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দ্বারা নির্দিষ্ট বিধিবন্ধ। তাছাড়া শিশু বিকাশ , শিশু শিক্ষা , অপুষ্টিরোধ শিশু স্বাস্থ্য , জনস্বাস্থ্য , প্রবীণ নাগরিক পরিচর্চা ইত্যাদির ক্ষেত্রে ভাঙ্গনওয়াড়ি কর্মী / সহায়িকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলছে। সেদিকে লক্ষ রেখে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি আইন নিয়ে আসে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যা হলো তাদের বেতনক্রম বৃদ্ধি এবং চাকুরীর বয়সসীমা ৬৫ বছর অবধি বর্ধিত করা, কিন্তু তা তিন মাসের মধ্যে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে বলে জানা যায়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীরা তিন দফা দাবির ভিত্তিতে বটতলা বাশ বাজার এলাকা থেকে র্যালি করে ডেপুটেশন প্রদান সি ডি পি ওর নিকট। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বিগত অনেকদিন ধরেই পরিশ্রম করে আসছে যার ফলে মাননীয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অঙ্গনওয়াড়িদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের জারি করা এই নির্দেশ অতি শীঘ্রই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য লাগু করবেন বলে আশা ব্যক্ত করেন।



