রাজ্যে করোনার দাপট অব্যাহত রয়েছে । প্রশাসনিক অবহেলা এবং গাফিলতি কারণে অসচেতন মানুষ পথে – ঘাটে কোভিড বিধি ভঙ্গ করে চললেও প্রশাসন নির্বিকার । কিন্তু তাই বলে সংক্রমণ থেমে নেই ।নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে জনগণের মধ্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করা হয়।এই দিনের মাস্ক ও সেনিটাইজার বিতরন কালে উপস্তিত ছিলেন ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের মন্ডল সভাপতি সঞ্জয় সাহা ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন আগরতলা শহরের শকুন্তলা মার্কেট সংলগ্ন এলাকার জনগণের মধ্যে মাস্ক বিতরন করা হয়। এদিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি সঞ্জয় সাহা জানান করোনার চতুর্থ ঢেউ রাজ্যে আছড়ে পড়েছে, তাই জনগণকে সচেতন করা এবং তারা যাতে সুস্থ থাকে তার জন্য মাস্ক ও সেনিটাইজার ব্যবহার করে। পাশাপাশি ৮নং টাউন বড়দোয়ালী এলাকায় বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান তিনি।



