Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য১১ দফা দাবিতে ৭২ ঘন্টার গণবস্থানে প্রদেশ যুব কংগ্রেস

১১ দফা দাবিতে ৭২ ঘন্টার গণবস্থানে প্রদেশ যুব কংগ্রেস

রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে ১১ দফা দাবি নিয়ে আগরতলার সিটি সেন্টারের সামনে ৭২ ঘন্টার গনস্থানে বসেন মঙ্গলবার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সহ-সভাপতি আশুতোষ চ্যাটার্জি তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন টেট ওয়ান ও টেট টু তাদের কোন ব্যবস্থা করেনি রাজ্য সরকার জে আর বি টি ফল প্রকাশ করা হয়নি, ১০৩২৩ শিক্ষক দের সমস্যা এখনো পূরন করতে পারছে না রাজ্যে বেকার এর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। রাজ্যের সরকার প্রতিশ্রতি দিয়েছিলো বছরে ৫০,০০০ হাজার বেকার যুবক যুবতীদের চাকুরী দিবে কিন্তু তা করেন নি তাই রাজ্যের বেকার দের স্বার্থে যুব কংগ্রেস এই গনবস্থানে শামিল হয়েছেন পাশাপাশি তিনি আরো বলেন জিনিস পএের দাম বাড়ছে তাতে করে জীবন জীবিকা চালানো বড় দায় হয়ে দাড়িয়েছে সেই জায়গা থেকে যুব কংগ্রেস বেকার দের সমস্যা দূরীকরণের জন্য আন্দোলনের ময়দানে থেকে এিপুরা রাজ্যের জনগন কে মুক্তির পথ দেখাবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য