বিগত অনেকদিন ধরেই টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের নিয়মিতকরণের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছে এই দাবি নিয়ে সাক্ষাৎ করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কিন্তু ফলাফল কিছুই পাওয়া যায়নি, তাই সোমবার ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে এক প্রতিনিধিদল ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারে টেট শিক্ষকদের নিয়মিত করনের বিষয়টি মুখ্যমন্ত্রী সামনে তুলে ধরা হয় এবং মুখমন্ত্রী ধৈর্য্য সহকারে বিষয়টি সম্পর্কে অবহিত হন। তারপর বিষয়টি উনি শিক্ষামন্ত্রীসহ দফতরের আধিকারিকদের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন এবং পরে বিষয়টি নিয়ে আবার সংগঠন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।



